
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে মাদক চোরাকারবারী দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও এলোপাতাড়িভাবে ব্যাপক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২জন মাদক চোরাকারবারী আহত হয়েছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটলে এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ঠোটারপাড়া গ্রামের মাদক চোরাকারবারী সোহেল ও সাগর মুন্সিগঞ্জ বাজারে অবস্থানকালে মুন্সিগঞ্জ এলাকার শীর্ষ মাদক চোরারকারবারী মুকুল ও নিহাজ তাদের ওপর হামলা করে। হামলায় সাগর (২৭) সোহেল (২৮) আহত হয়। ফেনসিডিলের বকেয়া পাওনা টাকার দাবিতে তাদের ওপর হামলা চালানো হয় বলে স্থানীয়রা জানায়। হামলার ঘটনার পর মাদক চোরাকারবারী সাগর ও সোহেলের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র চোরকারবারী সংগবদ্ধ হয়ে মুন্সিগঞ্জ বাজার এলাকার মাদক চোরাকারবারী নিহাজের বাড়িতে হামলা চালায় এবং বাড়ি-ঘর ভাংচুর করে। এসময় হামলকারী মাদক চোরাকারবারীরা অন্তত ১৫-১৬ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে বাজারের লোকজন দোকান-পাট বন্ধ করে নিরাপদ স্থানে অবস্থান নেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়।
সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, ফেনসিডিলের টাকা চাওয়াকে কেন্দ্র করে মাদক চোরাকারবারী দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিব।
বিবার্তা/শরীফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]