রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন শুনানি ঈদের পর
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ২৩:০৪
রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন শুনানি ঈদের পর
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন শুনানির তারিখ ঈদ ও আদালতের অবকাশকালীন ছুটির পর নির্ধারণ করেছেন হাইকোর্ট।


চিন্ময় দাসের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আগামী ২৩ এপ্রিল শুনানির দিন ধার্য করেন।


রবিবার (২৩ মার্চ) চিন্ময়ের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য এ তথ্য নিশ্চিত করেছেন।


এর আগে, গত ৪ ফেব্রুয়ারি রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।


কীভাবে মামলার সূত্রপাত


২০২৩ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। এর কয়েক দিন পর, ৩১ অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করা হয়, যেখানে আরও ১৮ জনকে আসামি করা হয়।


পরে, ২২ নভেম্বর রংপুরে আরও একটি সমাবেশের নেতৃত্ব দেন চিন্ময়। এরপর ২৫ নভেম্বর ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন জামিন আবেদন করলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


গ্রেপ্তারের পর সংঘর্ষ ও হত্যা


চিন্ময়ের কারাগারে পাঠানোর নির্দেশের পর, চট্টগ্রামের আদালত চত্বরে তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবীদের সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।


এরপর থেকেই কারাগারে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। চলতি বছরের ২ জানুয়ারি, তার জামিন আবেদন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালতে খারিজ হলে, তিনি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন, যার শুনানি আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে।


বিবার্তা/জাহেদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com