কৃষক ইতেকাফে, জমির পেঁয়াজ লুট করলেন বিএনপি নেতা
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫, ২১:১৯
কৃষক ইতেকাফে, জমির পেঁয়াজ লুট করলেন বিএনপি নেতা
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দীঘিরপাড় গ্রামে এক দরিদ্র কৃষকের জমির পেঁয়াজ তুলে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতার বিরুদ্ধে।


সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি, উপজেলার শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিএনপি নেতা রইসুল ইসলাম পলাশ মিয়া তার লোকজন দিয়ে ৬০ শতাংশ জমির পিঁয়াজ তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন একই ইউনিয়নের রাখালতলি গ্রামের কৃষক মো. রুহুল আমিন ফকির।


২৩ মার্চ, রবিবার সন্ধ্যায় গণমাধ্যম কর্মীদের নিকট বৃদ্ধ কৃষক রুহুল আমিন দাবি করেন, তার পরিবার দীর্ঘ দিন ধরে পৈতৃক সূত্রে দীঘিরপাড় মৌজার ৫১৭ নং খতিয়ানে ৭১৯ নং দাগের ৬০শতাংশ জমি ভোগদখল করে আসছে। তবে, জমির মালিকানা দাবি করে বিএনপি নেতা, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ মিয়া আজ সকালে ৩০ /৪০ জন লোক নিয়ে আমার আবাদকৃত ৬০ শতাংশ জমির পিঁয়াজ তুলে নিয়ে যায়। যার বাজার মূল্য প্রায় দুই লাখ টাকা।


এ ঘটনায় কৃষক মো. রুহুল আমিন ফকির বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ।


অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শেখর ইউনিয়নের রাখালতলি গ্রামের মৃত আব্দুর রসিদ ফকিরের ছেলে রুহুল আমিন ফকির পৈতৃক সূত্রে উপজেলার দীঘিরপাড় মৌজার ৫১৭ নং খতিয়ানে ৭১৯ নং দাগের ৬০ শতাংশ জমি ভোগ দখল করে আসছে। পৈতৃক সূত্রে প্রাপ্ত এ জমিতে প্রতি বছরের ন্যায় এ বছরও পিঁয়াজের আবাদ করেন তিনি।


পবিত্র রমজান উপলক্ষে মসজিদে ১০ দিনের এতেকাফে বসেন কৃষক রুহুল আমিন ফকির। এ সুযোগকে কাজে লাগিয়ে রবিবার সকালে শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রইসুল ইসলাম পলাশ মিয়া, একই ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত টেপু মিয়ার ছেলে কায়েস মিয়া, দীঘিরপাড় গ্রামের এলাহক মোল্যাসহ ৩০/৪০ জন লোক এসে জোর পূর্বক ওই আবাদি জমির পিঁয়াজ তুলে নিতে শুরু করে।


খবর পেয়ে এতেকাফ ভেঙ্গে ঘটনাস্থলে ছুটে যান কৃষক রুহুল আমিন। আবাদি জমির পেঁয়াজ তুলে নিতে বাধা দেয়ার চেষ্টা করন তিনি। এ সময় লুণ্ঠনকারীদের হুমকি ধামকিতে প্রাণ ভয়ে ঘটনাস্থল ত্যাগ করেন বৃদ্ধ কৃষক রুহুল আমিন ।


এ বিষয়ে বিএনপি নেতা রইসুল ইসলাম পলাশ মিয়া বলেন- জমিটি আমার মামার, এ জমি নিয়ে মামলা ছিল। আদালত আমাদের পক্ষে রায় দিয়েছে।


বিবার্তা/মিলু/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com