আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ২২:১২
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের জনসাধারণ।


২২ মার্চ , শনিবার বিকেলে শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে একটি বিক্ষোভ সমাবেশ করে তারা।


সে সময় উপস্থিত ছিলেন.জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আবু হুরাইরা, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান আহমেদ রিহান সহ র্সবস্তরের ছাত্র জনতা সহ অন্যান্যরা।


এ সময় বক্তারা বলেন,যতক্ষণ পর্যন্ত আ.লীগকে নিষিদ্ধ করা হবেনা ততক্ষণ পর্যন্ত আমাদের সংগ্রাম চলতে থাকবে। আ.লীগ যদি নিষিদ্ধ না করা হয় তাহলে আমাদের শহীদ ভাইদের রক্তের প্রতি বেইমানী করা হবে। একই সাথে বক্তারা বলেন যে আ.লীগের দোষররা এখনো বাংলার জমিনে বিশূংঙ্খলা সৃস্টি করছেন তাদের এই বাংলার জমিনে ঠাই দেয়া হবেনা। অবিলম্বে ফ্যাসিস্ট আ.লীগকে নিষিদ্ধ করার দাবি জানান তারা।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com