
নড়াইলে বিশ্ব পানি দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) দুপুরে জেলা প্রশাসন ও নড়াইল পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসক কার্যলয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক জুলিয়া শুকায়নার সভাপতিত্বে এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহার সঞ্চলনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) যুবায়ের হোসেন চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের (লোহাগড়া) উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শফিউল্লাহ প্রমূখ।
এসময় বক্তারা বলেন,‘শুষ্ক মৌসুমে হিমবাহ বিশ্বের অধিকাংশ নদ-নদীকে মিঠাপানি সরবরাহের মাধ্যমে প্রবাহমান রাখছে। এবং নদ-নদী ও ছোট ছোট সৌতশ্রেণী দ্বারা পৃথিবীর প্রাণী ও উদ্ভিদের জীবন রক্ষা করছে। পৃথিবীর প্রায় ২ বিলিয়ন মানুষ সরাসরি হিমবাহের মিঠাপানির উপর সরাসরি নির্ভরশীল।’ বিশ্ব পানি দিবসে এবারের পতিপাদ্য ছিল “হিমবাহ সংরক্ষণ”।
উল্লেখ্য,জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত প্রস্তাব অনুযায়ী প্রতিবছর (২২মার্চ) বিশ্ব পানি দিবস পালিত হয়।
বিবার্তা/শরিফুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]