ভালুকায় শেখ হাসিনাসহ ৩৯৫ জনের নামে হত্যা মামলা
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ১৮:৪৬
ভালুকায় শেখ হাসিনাসহ ৩৯৫ জনের নামে হত্যা মামলা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভালুকা উপজেলার মাস্টারবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় গত ৪ আগস্ট সন্ধ্যায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে পিটিয়ে ও কুপিয়ে রাজমিস্ত্রি তোফাজ্জল হোসেনকে হত্যা করেছে।


এ ঘটনার সাত মাস পর তার সহযোদ্ধা মো. শরিফ মিয়া বাদী হয়ে শুক্রবার (২২ মার্চ) ভালুকা মডেল থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ও ওবায়দুল কাদেরসহ ২৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।


ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান জানান, তোফাজ্জল হত্যার ঘটনায় ২৪৫ জনের নাম উল্লেখ করে ও ১৫০ জন অজ্ঞাত ব্যক্তির নামে তোফাজ্জলের সহযোদ্ধা মো. শরিফ মিয়া নামে এক ব্যক্তি হত্যা মামলা করেন।


বিবার্তা/সাজ্জাদুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com