
সিরাজগঞ্জে বহুল আলোচিত ক্লুলেস রায়গঞ্জ থানার চাচা-ভাতিজা হত্যা মামলার ৩ আসামিকে গ্রেফতার করেছে র্যাব।
শনিবার (২২ মার্চ) সকালে র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে রায়গঞ্জের বৈকন্ঠপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি, রায়গঞ্জ উপজেলার বৈকন্ঠপুর এলাকার সুরুজ্জামান শেখের ছেলে মো. রবিউল ইসলাম (২৫), একই এলাকার আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪) এবং আ. রাজ্জাক শেখের ছেলে ফেরদৌস শেখ (১৮)।
এর আগে বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর ভেড়ারদহ ব্রিজের নিচে বদিউজ্জামানের পুত্র রিয়াজ উদ্দিন (১৯) ও তোতা মিয়ার পুত্র হৃদয় (১৮) এর মরদেহ ভেড়ারদহ ব্রিজের নিচে দুটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা মরদেহ দুটি উদ্ধার করে। গত ১৭ মার্চে রায়গঞ্জ থানায় নিহতের পরিবার থেকে নিখোঁজের একটি জিডি করেছিলেন।
গ্রেফতারকৃত আসামিদের রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/কাইয়ুম/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]