
মোংলা বন্দরে অবস্থানরত একটি জাহাজে চুরির প্রস্তুতিকালে সুমন বাহিনীর ৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
শনিবার (২২ মার্চ) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সুমন বাহিনীর একটি দল বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশ্যে মোংলা থেকে হারবারিয়ার দিকে গমন করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ (২১ মার্চ) বিকাল ৪ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের একটি দল মোংলার ভদ্রা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ৯ পিস ইয়াবা, আনুমানিক ২৫ গ্রাম গাঁজা, ১২টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সুমন বাহিনীর ৫ জন চোরকে আটক করা হয়।
জানা যায়, আটককৃতদের বিরুদ্ধে পূর্বে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তারা উক্ত মামলাসমূহের এজহারভুক্ত পলাতক আসামি।
আটককৃতরা হলো, মো. জনি (১৯), মো. আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা এবং মো. আজিম (২৬), মো. মেজবাহ (১৯) খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।
জব্দকৃত আলামাতসহ আটককৃতদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর মোংলা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন চলছে।
বিবার্তা/জাহিদ/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]