ফেনীতে
টাকা ওঠাতে না পেরে ব্যাংক কর্মকর্তাকে পেটালো ছাত্রদল নেতা
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১৯:২৯
টাকা ওঠাতে না পেরে ব্যাংক কর্মকর্তাকে পেটালো ছাত্রদল নেতা
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফেনী শহরের একাডেমি রোডস্থ গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখায় চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে ব্যাংক কর্মকর্তা পিটিয়েছে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ উল করিম। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ভাইরাল হলেও মামলা না হওয়ায় জড়িতদের গ্রেফতার করা যায়নি বলে জানান ফেনী থানার ওসি।


প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (১৮ মার্চ) দুপুরে গ্লোবাল ইসলামী ব্যাংকের একাডেমী রোডস্থ উপশাখায় এফডিআরের টাকা উত্তোলন করতে যান জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ উল করিম। চাহিদা অনুযায়ী সময়মতো টাকা না পাওয়ায় ওমর ফারুক নামে এক ব্যাংক কর্মকর্তার উপর ক্ষিপ্ত হন তিনি। একপর্যায়ে অকথ্য ভাষায় গালমন্দ করতে ব্যাংক কর্মকর্তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করেন রিয়াদ। ঘটনাস্থলের একটি ভিডিওতে শোনা যায়, ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ উল করিম গ্লোবাল ইসলামী ব্যাংক একাডেমি রোডস্থ উপশাখার জুনিয়র কর্মকর্তা ওমর ফারুককে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। একপর্যায়ে তিনি বলেন, ঈদের আগে টাকা দিবি, না হয় হাত ঠ্যাং ভাঙি গুড়া করি হালামু।


ব্যাংক কর্মকর্তা ওমর ফারুক বলেন, তাকে অত্যন্ত বিনয়ীভাবে শিগগিরই টাকা প্রদানের বিষয়টি বলেছিলাম। পরবর্তী প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষরও নেওয়া হয়। হঠাৎ আমাকে উদ্দেশ্য করে তিনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। বিষয়টি ঠিক হচ্ছে না বলার সঙ্গে সঙ্গেই তিনি আমার নাকে মারাত্মক আঘাত করে রক্তাক্ত করেন। এর আগেও তিনি ব্যাংকে এলে সবসময় দলীয় পরিচয় ব্যবহার করে প্রভাব খাটাতেন। চাকরি করতে এসে যদি এমন কিছুর শিকার হতে হয় তাহলে আর কিছু বলার থাকেনা।


গ্লোবাল ইসলামী ব্যাংক ফেনী শাখার ব্যবস্থাপক কাউছার আহমেদ চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে ব্যাংকে কিছু সমস্যা চলছিল। তবে গ্রাহকের টাকা দেয়ার চেষ্টা চলছে। সোমবার এ ব্যক্তির সঞ্চয়ী হিসাবে জমাকৃত সব টাকা প্রদান করা হয়। পরবর্তী এফডিআরের ৯ লাখ টাকা শিগগিরই দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করে এক কর্মকর্তার ওপর হামলা করেছে। দলীয় প্রভাব খাটিয়ে এমন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। এ বিষয়ে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।


অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি রিয়াদ উল করিম বলেন, বেশ কয়েকমাস ধরে আমার জমাকৃত টাকার জন্য ব্যাংকে যাচ্ছিলাম। কিন্তু তারা টাকা দিতে না পেরে বারবার সময় নেন। আজও টাকার জন্য গেলে কিছু কথা-কাটাকাটি হয়েছে।


জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন বলেন, ব্যক্তিগত বা অনৈতিক কর্মকাণ্ডে কেউ যদি সংগঠনের নাম ব্যবহারের চেষ্টা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।


এ ব্যাপারে ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, ব্যাংক কর্মকর্তার ওপর হামলার বিষয়টি অবগত জেনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com