অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপূর্ণ উৎপাদন,দুই বেকারীকে জরিমানা
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৯:০৮
অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপূর্ণ উৎপাদন,দুই বেকারীকে জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর বালিয়াকান্দিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপূর্ণ উৎপাদন ও মোড়কের গায়ে মূল্য না রাখায় দুই বেকারীকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।


বুধবার (২৭ আগস্ট) বেলা ১২ টায় উপজেলা নবাবপুর ইউনিয়নের ত্রিলোচনপুর ব্রিজঘাট এলাকায় রসুলপুর বেকারী ও মেহেদী বেকারীতে অভিযান চালায় স্থানীয় প্রশাসন।


ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আদালত পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন।আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভূমি কার্যালয়ের নাজির ও পুলিশ সদস্যরা।


অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও মোড়কের গায়ে মূল্য না রাখার অভিযোগ প্রমাণিত হয়। এ কারণে রসুলপুর বেকারীর মো: মুন্না দেওয়ান কে ১০ হাজার টাকা এবং মেহেদী বেকারীর মিলন মন্ডলকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।


বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপূর্ণ উৎপাদন ও মোড়কের গায়ে মূল্য না রাখার অপরাধে দুই বেকারীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


বিবার্তা/মিঠুন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com