
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থেকে প্রায় ৭১ লক্ষ টাকার ভারতীয় অবৈধ চোরাচালান মালামাল আটক করে সরাইল ব্যাটালিয়ান (২৫ বিজিবি)।
বুধবার (২৭ আগস্ট) আনুমানিক ৪টা ৩০ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হইতে আনুমানিক ৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় উন্নতমানের সানগ্লাস-৩,৮৫২ পিস এবং সিগারেট- ৯১৭ প্যাকেট আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের সিজার মূল্য প্রায় ৪৫ লক্ষ ৫৮ হাজার ১ শত ৫০ টাকা।
এছাড়াও গত ২৫ আগস্ট ২৫,৪৫,৫০০ টাকা মূল্যের ভারতীয় ফুচকা-২১৭৫ কেজি ও জিরা-৮১০ কেজি আটক করে আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তর করেন।
লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ, সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি (অধিনায়ক) বলেন, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার সীমান্ত দিয়ে, যাতে ভারত হতে চোরাচালানি মালামালসহ যে কোন ধরণের মাদকদ্রব্য বাংলাদেশে যেন প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে। আমরা দায়িত্ব পালনে সচেষ্ট আছি।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]