মহেশপুরে পাওয়ারটিলার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৯:০৫
মহেশপুরে পাওয়ারটিলার-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্রের মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহের মহেশপুরের পাওয়ারটিলার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অরণ্য নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে।


২৭ আগস্ট, বুধবার দুপুরে পদ্মপুকুর ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে ।


অরণ্য (১৯) তালসার গ্রামের হাসান আজগর অরফে (সক্কুর) ছেলে। সে পদ্মপুকুর ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্র।


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, অরণ্য বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয় মহেশপুর পদ্মপুকুর ডিগ্রি কলেজে যাচ্ছিল। এরপর কলেজের সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলারের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অরণ্য গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


বিবার্তা/রায়হান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com