
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক মোটরসাইকেল সংঘর্ষে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশ্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
নিহত ব্যাংকার নাহিদ হোসেন রাসেল (৩৫) ডাচ-বাংলা ব্যাংকে কর্মরত ছিলেন। তিনি সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের চারু হাটির আবদুল মোতালেব লুলু মিয়ার সন্তান। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে আশুগঞ্জ বাজার এলাকায় বসবাস করতেন।
নিহতের ফুফাত ভাই রাহাত আলী জানান, নিহত রাসেল তার মামার ৪ মেয়ে মধ্যে একমাত্র ছেলে ছিলেন। বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় আশুগঞ্জ সার কারখানা মসজিদে প্রথম জানাজা ও বাদ জোহর দেওড়া খাদেম বাড়ি জামে মসজিদে ২য় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফফর হোসেন জানান, মঙ্গলবার রাতে রাসেল মোটরসাইকেলে পৌর শহরের কাউতলী থেকে সুলতানপুর যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে ঘটনাস্থলে তিনি নিহত হন। এ সময় মোটরসাইকেলে থাকা তপু নামক ১জন আহত হন।
বিবার্তা/আকঞ্জি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]