
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বালু বোঝাই ট্রাক চাপায় আব্দুর রাজ্জাক নামে এক বাইকেল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
২৭ আগস্ট, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার লালব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
আব্দুর রাজ্জাক একই উপজেলার ডাউকি ইউনিয়নের হাউসপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুর রাজ্জাক। এ সময় তিনি লালব্রিজ এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পরেই ট্রাকচালক পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
বিবার্তা/আসিম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]