পাওনা টাকা চাওয়ায় ধর্ষণ চেষ্টা মামলা, হাতিয়ে নিয়েছে কোটি টাকা
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১৬:০২
পাওনা টাকা চাওয়ায় ধর্ষণ চেষ্টা মামলা, হাতিয়ে নিয়েছে কোটি  টাকা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের মির্জাপুরের জামুর্কী এলাকায় অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে ফাউন্ডেশনের নামে কোটি টাকা হাতিয়ে নিয়েছে সোনিয়া নামের এক নারী। বিদেশ পাঠাতে না পারায় টাকা ফেরত চাইলে ধর্ষণে চেষ্টা মামলায় ফাঁসানো হুমকির অভিযোগে টাকা ফেরতের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও তাদের পরিবার।


মঙ্গলবার(১৮ মার্চ) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবে ভুক্তভোগীদের আয়োজনে এ সংবাদ সম্মেলন করা হয়।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর ভাই সুমন মিয়া। তিনি বলেন, তার ভাইকে সোনিয়া নামের এক নারী ভাই বানায়। সেই সুবাদে তাদের বাড়িতে এসে তার বাবাকে তিনি বাবা বানায়। কিছুদিন পর ওই নারী বলে তার ভাইকে সে অস্ট্রেলিয়ায় পাঠিয়ে দিতে পারবে। প্রথমে রাজি না হলেও কৌশলে
তার বাবাকে রাজি করিয়ে ১৭ লাখ টাকা নেয়। অনেক দিন অতিবাহিত হলেও অস্ট্রেলিয়া পাঠাতে না পারলে টাকার জন্য চাপ দেয় ভুক্তভোগী সাজু। একপর্যায়ে সাজুকে ধর্ষণ চেষ্টা মামলার আসামি বানায় ওই নারী। সাজু বর্তমানে জেল হাজতে রয়েছে। সে তার ভাই সাজুর মুক্তির দাবি জানান।


সংবাদ সম্মেলনে সদর উপজেলার বাণিজ্যিক এলাকার করটিয়া ইউনিয়নের নামদার কুমুল্লী গ্রামের রোজিনা নামের এক ভুক্তভোগী জানায়, করটিয়ায় একটি অনুষ্ঠানে সোনিয়ার সাথে তার পরিচয় হয়।


সেই সুবাদে প্রতারক সোনিয়া তার বাড়িতে যায়। বাড়িতে গিয়ে তার বড় ছেলেকে দেখে বলে আপনার ছেলেকে অস্ট্রেলিয়া পাঠাইয়া দেই। প্রথমে সে রাজি না হলেও তার শাশুড়িকে রাজি করায়। পরে তার নিকট থেকেও পর্যায়ক্রমে ১৮ লাখ টাকা নেয়। ভুক্তভোগী রোজিনার সুবাদে পরিচয় হয় একই এলাকার রুবেল আক্তার
বাবুর সাথে। বাবু অস্ট্রেলিয়া যাওয়ার জন্য প্রতারক সোনিয়ার ফাঁদে পা দেয়। একপর্যায়ে বাবুও সোনিয়াকে পাসপোর্ট এবং ১৭ লাখ টাকা দেয়। টাকা নেওয়ার পর সোনিয়ার কথাবার্তা সন্দেহজনক মনে হয়। নকল ভিসা দেয় সোনিয়া।


সম্প্রতি সাজু টাকার জন্য বেশি চাপ দিলে বাসায় যেতে বলে। একপর্যায়ে সোনিয়ার ভাগ্নিকে দিয়ে ধর্ষণ চেষ্টা মামলা দেয়।


সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, টাঙ্গাইলের বিভিন্ন উপজেলা থেকে ওই সোনিয়া অস্ট্রেলিয়ার কথা বলে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। আমরা ওই প্রতারকের বিচার দাবি জানাচ্ছি।


সংবাদ সম্মেলনে ভুক্তভোগীসহ টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিল।


বিবার্তা/বাবু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com