
নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে শাহিদা বেগম নামে যুব মহিলা লীগের এক নেত্রী গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। পরে আজ (১৭ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত শাহিদা বেগম সিংড়া পৌর যুব মহিলা লীগের সহ-সভাপতি পদে ছিলেন এবং তিনি উপজেলার পৌর শহরের সরকারপাড়া মহল্লার বাসিন্দা।
মামলা সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রায় প্রস্তুতির সময় উপজেলার কৈগ্রাম এলাকায় অতর্কিত হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর ও হত্যার হুমকি দেয়া হয়। গত বছরের ৩ সেপ্টেম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় একটি মারধর ও হুমকির মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০/ ৪০ জনকে আসামি করা হয়।
সিংড়া থানার ওসি আসমাউল হক বলেন, ২০২৩ সালে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে ।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]