
সিরাজগঞ্জের সলঙ্গা থানা জামায়াতের সাবেক সেক্রেটারি, নলকার ইডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী রফিকুল ইসলাম মদিনা মারা গেছেন।
১৭ মার্চ, সোমবার ভোর সাড়ে ৫ টায় স্ট্রোক করে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি….রাজিউন)। তার বাড়ি সলঙ্গা থানার নলকা ইউপির সেনগাতী গ্রামে। মৃত্যু কালে স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ আপনজন ও আত্মীয়স্বজন রেখে গেছেন।
সোমবার বাদ জোহর নলকা হেম্মাদিয়া দাখিল মাদ্রাসায় যানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম আব্দুস ছাত্তার, জামায়াত নেতা ড. আব্দুস সামাদ,জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম,সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ,জামায়াতের অন্যান্য নেতাকর্মীসহ মুসুল্লীরা জানাজায় শরীক হয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবার্তা/কাইয়ুম/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]