ঘোড়াঘাটে সরকারি ঈদ উপহার ভিজিএফ'র ২৫ বস্তা চাল জব্দ
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১৭:৫২
ঘোড়াঘাটে সরকারি ঈদ উপহার ভিজিএফ'র ২৫ বস্তা চাল জব্দ
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২৫ বস্তা সরকারি ঈদ উপহার ভিজিএফ'র চাল জব্দ করা হয়েছে।পরে জব্দকৃত চালগুলো কয়েকটি মাদরাসা, এতিম খানাসহ দুস্থদের মাঝে বিতরণের সিন্ধান্ত নেওয়া হয়।


সোমবার (১৭ মার্চ) দুপুরের দিকে চালগুলো জব্দ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) রফিকুল ইসলাম।


এলাকাবাসী জানান, সামনে ঈদ উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতারণ চলছিল। এলাকার কিছু অসাধু ব্যবসায়ী ওই চাল গুলো কেনার জন্য কয়েকজন লোককে নিয়োগ করেন। বিতারণ করা চাল কিনে মজুদের অভিযোগ পায় উপজেলা প্রশাসন।পরে সেখানে পৌঁছে মানবিক সহায়তার সরকারি কর্মসূচির ৩০ কেজি ওজনের ২৫ বস্তা চাল জব্দ করেন। ততক্ষণে অবৈধভাবে সরকারি চাল মজুদকারীরা ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে পরিত্যক্ত অবস্থায় চালগুলো জব্দ করা হয়।


ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বিতারণ করা সরকারি চাল মজুদ করা হচ্ছে এমন সংবাদের উক্ত স্থানে অভিযানে যাই। সেখানে গিয়ে ৩০ কেজি ওজনের ২৫ বস্তা সরকারি চাল পরিত্যক্ত অবস্থায় জব্দ করি। তবে কাউকে না পেয়ে আটক বা জরিমানা করা যায়নি। পরে চালগুলো বিভিন্ন মাদরাসা, এতিম খানা ও দুস্থদের বিতারণ করা হবে বলে তিনি জানান।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com