
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শরিফুল ইসলামকে (৪০) এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৪মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কাশিপুর ইউনিয়নের চালিঘাট গ্রামের হিন্দুপাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। তিনি চালিঘাট গ্রামের সাইফার রহমানের ছেলে ও কাশিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে চালিঘাট গ্রামের হিন্দুপাড়া এলাকায় এক দোকানের সামনে ১০/১২জনে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে শরিফুলকে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে তার এক হাত প্রায় বিচ্ছিন্ন ও মাথায় মারাত্মক আঘাত করেছে। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা গুরুতর আহত
অবস্থায় ইউপি সদস্য শরিফুলকে উদ্ধার করে নড়াইল আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
লোহাগড়া থানার ওসি মো. আশিকুর রহমান শনিবার সকালে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]