'আন্দোলনে দেশ হাসিনামুক্ত হলো কিন্ত আমরা বৈষম্যমুক্ত হতে পারলাম না'
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:২৩
'আন্দোলনে দেশ হাসিনামুক্ত হলো কিন্ত আমরা বৈষম্যমুক্ত হতে পারলাম না'
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জিয়ানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর পুত্র মাসুদ সাঈদী বলেছেন, ছাত্রজনতার আন্দোলনে বাংলাদেশ হাসিনামুক্ত হলো কিন্তু আমরা বৈষম্যমুক্ত হতে পারলাম না। গত ৬ মাসে যত রাজনৈতিক নেতা ফাঁসির আসামিসহ বন্দি ছিলেন প্রায় সবাই মুক্তি পেয়েছেন কিন্তু জামায়েত ইসলামীর কেন্দ্রীয় নেতা সহকারি সেক্রেটারী জেনারেল এটিএম আজাহারুল ইসলামকে এখনও কারাগারে বন্দি করে রাখা হয়েছে। আমাদের বিরুদ্ধে বৈষম্য-জুলুম এখও শেষ হয় নাই। আজকের এই সমাবেশ থেকে এটিএম আজাহারুল ইসলামের মুক্তির দাবি করছি। একসাথে জামায়েত ইসলামীর নিবন্ধন ও মার্কা দাড়ি পাল্লা ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।


২১ ফেব্রুয়ারি, শুক্রবার বিকেলে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের কুমারখালী বাজার মাঠে ২ নং জামায়েত ইসলামীর উদ্যোগে গণসমাবেশে এস এম শামসুল হকের সভাপতিত্বে ও জামায়াতের উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা আবু দাউদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


মাসুদ সাঈদী বলেন, যে জিনিস যত ভালো প্রসার যত বেশি ওই জিনিসের বদনামও বেশি। গত ১৭ বছর আওয়ামী লীগের হাতে একটা তজবি ছিল, এই তজবিতে তারা একটা জিকির করত সেই জিকির হলো জামায়াত-শিবির-জামায়াত,শিবির। একই কায়দায় আমাদের বন্ধুপ্রতিম কিছু সংগঠন ওই একই ব্যবসা জামায়েত-শিবির, জামায়েত-শিবির। আমার এই বন্ধুপ্রতিম সংগঠনের কাছে বলতে চাই ভাইয়েরা ১৯৭১ এর এই বস্তা পঁচা অভিযোগ জামায়াত এবং শিবিরের বিরুদ্ধে উত্থাপন করে আওয়ামীলীগ তার পুঁজি হারিয়ে বাংলাদেশ থেকে পালিয়েছে, মেহেরবানি করে আপনারা কোথাও যাইয়েন না আপনারা এখানে থাকেন। জামায়েত-শিবিরের বিরুদ্ধে যে অভিযোগটা আপনারা করেন এটি একটি অলাভজনক ব্যবসা, এ ব্যবসা করে লাভ নাই।


তিনি আরো বলেন, আমার পিতা দুই বারের এমপি ছিলেন, কেউ বলতে পারবে না ১টি টাকার দুর্নীতি করেছেন। কারো উপরে জুলুম করেছে। জাহান্নামের আগুনকে যে ভয় করে সে অন্যের সম্পত্তি লুণ্ঠন করতে পারে না।


এসময় বক্তব্য রাখেন, নাজিরপুর উপজেলা জামায়েতের আমির মাওলানা আব্দুর রাজ্জাক, সেক্রেটারী কাজী মোসলেহ উদ্দিন, উপজেলা সাবেক আমির অধ্যাপক মুজিবুর রহমান, পিরোজপুর সদর থানা আমির মাওলানা সিদ্দিকুর রহমান নাজিরপুর সদর ইউনিয়ন জামায়েতের সভাপতি মাষ্টার আবুল হোসাইন,সাবেক ছাত্রনেতা এ্যাড,আবু সাঈদ মোল্লা নাজিরপুর শহীদ জিয়া কলেজের প্রভাষক প্রদীপ কুমার হালদার প্রমূখ।


এর আগে সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। একই দিনে সন্ধ্যায় উপজেলার বাবুরহাট শামসুল উলুম মাদ্রাসা’র বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে যোগ দেন।


বিবার্তা/মশিউর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com