
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় টানা তিন বার জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে জামালপুর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা সভাপতিত্বে জামালপুর জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জামালপুর জেলা পুলিশের জানুয়ারি/২০২৫ খ্রিঃ মাসের বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী হিসাবে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসেও টানা তৃতীয় বারের মতো জামালপুর জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফকে মনোনিত ও বিশেষ সম্মাননা ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়।
একই সভায় পুলিশ হেড কোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) অভিজিৎ দাস কে শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ঘোষণা করা হয়।
সভায় পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত (প্রশাসন ও অর্থ) মাসুদ আনোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ সুপার সাইদুর রহমান(মাদারগঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) ড. রেহেনা জান্নাত (মেডিকেল অফিসার) ও পুলিশ লাইন্স জামালপুর সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)'গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল স্টাফগণ উপস্থিত ছিলেন।
বিবার্তা/হারুনী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]