নাজিরপুরে আইনজীবীর মাকে হত্যার অভিযোগ
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৭
নাজিরপুরে আইনজীবীর মাকে হত্যার অভিযোগ
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধিভ
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের নাজিরপুরে আইনজীবীর মাকে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় প্রতিবেশিদের বিরুদ্ধে। আইনজীবী তাপস কুমার ভক্ত পিরোজপুর জজকোর্টএ আইনি পেশায় নিয়োজিত আছেন। তিনি নাজিরপুর উপজেলার ৭ নং সেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তের পুত্র।


তিনি জানান, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে খবর পেয়ে পিরোজপুর থেকে বাড়িতে এসে দেখতে পান তার মা লহ্মী রানী ভক্ত (৭৫) কে হাত-পা বেঁধে মৃত অবস্থায় খাটের উপর ফেলে রাখা হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, এর সাথে জড়িত প্রতিবেশি আফজাল হোসেন ও তার স্ত্রী,এবং ৪ ছেলে এছাড়া মাসুম মিনা,সাধু ও মিঠু জড়িত রয়েছে। আমার ধারনা তারা আমার মাকে হাত পা বেধে হত্যা করে রেখে গেছে। তাদের সাথে আমার জমি-জমা নিয়ে বিরোধ রয়েছে।


মাসুম মিনা ওই ইউনিয়নের বিএনপির যুগ্ম আহবায়ক ও একই এলাকার মৃত লতিফ মিনার ছেলে। সন্তোষ হালদার (সাধু) মৌখালী ওয়ার্ডের যুবদলের সাংগঠনিক সম্পাদক এছাড়া মশিউর রহমান মিঠু উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও একই এলাকার মৃত মহসিন মোল্লার ছেলে।


স্থানীয় নুর ইসলাম শেখ বলেন, তিনি ওই বাড়ির কিছু খেজুর গাছ কাটেন। তার রস দিতে শুক্রবার (০৭ ফেব্রæয়ারী) ভোরে ওই বাড়িতে যান। ঘরে কাউকে না পেলে পার্শ্ববর্তী বাড়ির কৃষ্ণা মন্ডলকে ডাকেন। কৃষ্ণা মন্ডল ঘরে ঢুকে তাকে মৃত অবস্থায় দেখতে পান।


স্থানীয় কৃষ্ণা মন্ডল (২৮) জানান, শুক্রবার ভোরে তিনি ওই বাড়িতে গেলে ঘরের দরজা খোলা দেখতে পান। ঘরে ঢুকে তিনি ওই বৃদ্ধাকে হাত-পা বাঁধা ও মৃত্যু দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।


তাপস ভক্ত আরো জানান, স্থানীয় বিএনপি নেতা আফজাল শেখ, মাসুম মিনা, সন্তোষ হালদার সাধু ও মশিউর রহমান মিঠু সহ একটি গ্রুপের সাথে দীর্ঘ দিন ধরে জমি জমা নিয়ে বিরোধ চলছে। এর জেরে তার মাকে হত্যা করা হতে পারে বলে ধারনা করে অভিযোগ করেন।


জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন এমন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, হত্যার সুষ্ঠ তদন্ত করে জড়িতদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে তাতে যেই হোক। এ ছাড়া উপজেলা বিএনপির সদস্য সচীব আবু হাসান খান ও যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ওই বাড়িতে গিয়ে সমবেদনা জ্ঞাপন করেন।


নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, আমাদের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, লাশ পোস্টমর্টেম এর জন্য পাঠানো হয়েছে, এখন পর্যন্ত মামলা হয় নাই, মামলা রুজু প্রক্রিয়াধীন।


বিবার্তা/মশিউর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com