শিবগঞ্জে দক্ষতা উন্নয়নে অবহিতকরণ সভা
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০০
শিবগঞ্জে দক্ষতা উন্নয়নে অবহিতকরণ সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্ট্রোপ্রেনিউরশীপ প্রোগ্রাম ফর ইয়ুথ লেড বিজনেস শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের হলরুমে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় এই সভার আয়োজন করা হয়।


সভায় জেলা সমন্বয়ক মোমেনা খাতুনের সভাপতিত্বে ও প্রমিজ প্রকল্পের জেলা ব্যবস্থাপক আছিয়া খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী।


এ সময় তিনি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে কিভাবে এগিয়ে নেয়া যায়, সে বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বলেন, ট্রেনিংগুলো নিয়ে কাজে লাগাতে হবে তাহলেই আমরা দক্ষ জনবল তৈরি করতে পারবো। নতুন উদ্যোক্তাদের নিয়ে প্রশিক্ষণের পদক্ষেপ নিয়েছে, এটিকে তিনি সময় উপযোগী উদ্যোগ বলে অভিহিত করেন। এসডিপি প্রোগ্রামের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচীর স্টার প্রকল্পের এলাকা ব্যবস্থাপক নিতিশ কুমার বাওয়ালী।


এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুৎ তোয়াব ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোমতাজ মহলসহ ব্র্যাকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাংবাদিকরা। অনুষ্ঠান সঞ্চালনায় সার্বিক সহযোগীতা করেন ব্র্যাক শিবগঞ্জ দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রমিজ প্রকল্পের এ্যাসোসিয়েট অফিসার সেনাস মার্ডী।


বিবার্তা/লিটন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com