
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় করাতকলের হালনাগাদ লাইসেন্স না থাকায় দুই স মিলের মালিক কে ১৩ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে হাকিমপুর পৌর শহরের ছাতনী চৌমুহনী বাজারে অবৈধ দুটি করাতকলে ( স মিলে) অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়।
এসময় উপস্থিত ছিলেন, চরকাই রেঞ্জের এ সি এফ তানভীর ইসলাম নাহিদ সহ আরও অনেকে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায় জানান, দীর্ঘদিন থেকে অভিযোগ রয়েছে উপজেলার বেশ কিছু করাতকল (স মিলের) হালনাগাদ লাইসেন্স না করেই তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে আজ পৌর শহরের ছাতনী চৌমুহনী বাজারের কাছে দুটি স মিলে অভিযান পরিচালনা করা হয়।
এসময় হালনাগাদ লাইসেন্স না থাকায় করাতকল বিধিমালা ২০১২ এর ধারামতে স মিলের মালিক মোঃ মিজানুর রহমান কে ৫ হাজার টাকা এবং একই অপরাধে চার ভাই স মিলের মালিক মোঃ মামুনুর রশীদ কে ৮ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
এছাড়া লাইসেন্স করার ও প্রয়োজনীয় রেজিস্টার রাখার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বিবার্তা/রববানী/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]