'আগামীর রাষ্ট্রকাঠামো হবে ৩১ দফায়'
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৬
'আগামীর রাষ্ট্রকাঠামো হবে ৩১ দফায়'
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেছেন, আগামীর রাষ্ট্রকাঠামো হবে ৩১ দফায়। আমরা মানুষের মৌলিক চাহিদা ফিরিয়ে আনবো। জনণের ভোটের মাধ্যমে বিএনপির সরকার গঠন করবো। এদেশে জনগণ একটি সুষ্ঠ নির্বাচন চায়। নির্বাচন দিলে দেশ স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে।


২ ফেব্রুয়ারি, রবিবার উপজেলা বিএনপির কার্যালয়ে ইন্দুরকানী বিএনপির উদ্যোগে আহবায়ক ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও সদস্য সচিব আলমগীর কবির মান্নুর সঞ্চালনায় উপজেলায় পাঁচশতাধিক শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।


এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাস্তান হাফিজ,এইচ এফ ফারুক হোসাইন, পিরোজপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানজিন হাসান শাওন, জেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক রেহেনা হাফিজ, জেলা যুবদলের সাবেক সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. শাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক আতিকুর রহমান, সদস্য সচিব খায়রুল ইসলাম লাভলু, সাবেক সাধারণ সম্পাদক খান মো. নাসির উদ্দিন, ছাত্রদলের আহবায়ক মো. আল-আমিন হোসেন, সদস্য সচিব সাদিকুর রহমান,শ্রমিক দলের আহবায়ক মো. আবুল কালাম হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুয়েল রানা, জাসাসের সাধারণ সম্পাদক মো. ওবাইদুল ইসলাম, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মামুন কাজীসহ বিভিন্ন অঙ্গসংঘঠনের নেতৃবৃন্দ।


অনুষ্ঠান শেষে ইন্দুরকানী বাজার ব্যবসায়ী ও জনসাধারণের মাঝে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা রূপরেখা বই বিতরণ করা হয়।


বিবার্তা/শামীম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com