
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে রেদোয়ান (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় দিকে উপজেলার শশীভূষন থানার হাজারীগঞ্জ ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের আবু তাহের সর্দার বাড়িতে এ দুঘটনা ঘটে।
শিশুর মা মুক্তা বেগম বলেন, সকালে বাড়ির উঠানে খেলাধুলা করছিল শিশুটি। এসময় সকালের খাবার তৈরির কাজে ব্যস্ত ছিলেন শিশুর মা। কিছুক্ষণ পর শিশু রেদোয়ানকে উঠানে না পেয়ে বাড়ির আসপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশু রেদোয়ানের জুতা ভাসতে দেখেন। জুতার সুত্র ধরে ওই পুকুরে খুঁজতে পানিতে নামেন স্বজনরা পরে ওই পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু রেদোয়ানকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু রেদোয়ান ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের মালেশিয়া প্রবাসী মো.রুবেলের ছেলে।
স্বজনরা জানান,শিশুর মা দুই মেয়ে ও একমাত্র ছেলে শিশু রেদোয়ানকে নিয়ে গত ১৫দিন আগে বোরহানউদ্দিন শ্বশুরবাড়ি থেকে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নে বাবার বাড়িতে বেড়াতে আসেন। একমাত্র ছেলেকে হাড়িয়ে পাগলপ্রায় মা মুক্তা বেগম।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় শিশুর লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/কামরুজ্জামান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]