কুসুমের নতুন রূপ নজর কাড়ল ভক্তদের
প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০:১০
কুসুমের নতুন রূপ নজর কাড়ল ভক্তদের
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। দীর্ঘদিন ধরেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনয়গুণে, পাশাপাশি তার রূপ-লাবণ্য দিয়ে কেড়েছেন ভক্তদের নজর।


সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কুসুমের নতুন কিছু ছবি। সেখানে তাকে দেখা গেছে আকর্ষণীয় বেগুনি রঙের পোশাকে। ছবিগুলোতে যেমন হাসিমুখে ধরা দিয়েছেন, আবার আবেদনময়ীও হয়ে উঠেছেন।


এছাড়াও কুসুমের সাজসজ্জা ও পোশাকের এলিগ্যান্স মুগ্ধ করেছে তার ভক্তদের। এক নেটিজেন কুসুমের ছবি শেয়ার করে লিখেছেন, ‘বয়স তো শুধু ক্যালেন্ডারের সংখ্যা মাত্র। আজও তিনি আগের মতোই ফিট, প্রাণবন্ত আর এলিগ্যান্ট। একজন আদর্শ অভিনেত্রী যেমন হওয়া উচিত, তিনি তার উজ্জ্বল উদাহরণ।’ এই মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন তার অসংখ্য ভক্ত।


৪৩ বছর বয়সী এই অভিনেত্রী নিজের বয়স আড়াল করেন না। কুসুম নিজেই জানিয়েছেন, তিনি স্টারডম নিয়ে চলেন না, তাই বয়স লুকোনোর প্রশ্নই আসে না। বয়স বাড়লেও তার লাবণ্যে কোনো ছাপ পড়েনি বললেই চলে। বরং তার প্রাণবন্ত উপস্থিতি ভক্তদের মুগ্ধ করছে বারবার।


এদিকে কাজের ক্ষেত্রেও ফের সক্রিয় হয়েছেন কুসুম। একসময় বিপুল জনপ্রিয়তা ও প্রশংসা কুড়ালেও কিছু সময় দর্শকের চোখের আড়ালে ছিলেন কুসুম। তবে সম্প্রতি তিনি কাজের দুনিয়ায় ফিরেছেন এবং নতুন উদ্যমে আবারও লাইমলাইটে জায়গা করে নিচ্ছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com