'আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বাইন্দা থুমু', বিএনপি নেতার অডিও ভাইরাল
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৫, ১৭:০৫
'আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বাইন্দা থুমু', বিএনপি নেতার অডিও ভাইরাল
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বাইন্দা থুমু জায়গার উপর', পিরোজপুরের নাজিরপুরে এক বিএনপি নেতার অডিও ভাইরাল হয়েছে। এ নি‌য়ে এলাকায় টক অফ দ‌্যা টাউনে প‌রিণত হ‌য়ে‌ছে।


ভাইরাল হওয়া অডিওটি উপজেলার ৩নং দেউলবাড়ী দোবড়া ইউনিয়নের ৪ নং পদ্মডুবী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মন্টু হাওলাদার (৪৫) এর। তিনি অত্র এলাকার মৃত আনোয়ার হাওলাদার এর ছেলে।


জানা যায়, সম্প্রতি অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে স্থানীয় জুয়ারী চক্র মহলের দালাল বিএনপি নেতা মো. মন্টু হাওলাদার গত (২১ জানুয়ারি) হাইউল ও তার ভাই কাইউম নামের দুই যুবককে পিটিয়ে রক্তাক্ত জখম করে। বিষয়টি নিয়ে হাইউল নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন।


এর প্রেক্ষিতে ওই বিএনপি নেতা পুলিশকে উদ্দেশ্য করে মুঠোফোনের অপরপ্রান্তে থাকা তার এক সহযোগী আ'লীগ নেতাকে বলেন, এ জগতে যারা আছে তাদের মধ্যে আমরাই ভালো মানুষ, এর থেকে ভালো মানুষ এহন আর নাই। আমাগো ধারেই আচার-বিচার সব আসে, আর আইবেও। আমরা পুলিশকে আইতে কইলে আইবে, না কইলে আইবে না। আমাগো কথা ছাড়া পুলিশ আইলে বাইন্দা থুমু জায়গার উপর। আমাগো ১ লক্ষ টাকা দিলে এই কেসটা আমরা দেখমু। এসময় মারামারির ঘটনা বর্ণনা দিতে শোনা যায় তাকে। পুলিশের কাছে মামলা করতে গেছে আমার নাম শুনে মামলা নেয় নাই।


এব্যাপারে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, মন্টু হাওলাদার নামের পদ্মডুবী এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে নিয়মি মামলা হয়েছে। তদন্ত চলমান, আসামি গ্রেফতারে চেষ্টা চলছে। অডিওটির বিষয়ে খতিয়ে দেখবো। আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা কারো নাই, কেহ আইনের। এ বিষয়ে তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশ কোনো ব্যক্তি বিশেষের কথায় পরিচালিত হয় না, আমরা অবশ্য আইনের বিতরে দিয়ে পরিচালিত হই। ব্যক্তি বিশেষের বক্তব্য অবশ্যই আইনের আওতায় আনা হবে। পল্লী বিদ্যুৎ ব্যাপারটা আমি জিএম সাহেবকে বলেছি এটাও আমরা আইনের মাধ্যমে দেখতেছি।


ওই একই নেতার আর একটি ভিডিওতে দেখা যায় নাজিরপুর পল্লী বিদ্যুৎ অফিসের কর্মীরা লাইন পরিস্কারের জন্য তার বাড়ির সামনের গাছ কাটলে তাদেরকে হুমকি দিয়ে বলেন, গাছে ঢাল জোড়াইয়া দিয়ে যাবেন, আমার নামসহ বলবেন যে সে বলছে, আপনি অফিসে ফোন দেন না হলে যেতে পারবেন না আপনাদের গাছের সঙ্গে বেঁধে রাখবো।


ভিডিওতে দেখা যায় পল্লী বিদ্যুৎ এর কর্মী তাকে উদ্দেশ্য করে বলেন হাজার হাজার মানুষের গাছের ঢাল কেটেছি কেউ কিছু বললো না। তখন মন্টু বলেন, আমি হাজারের মধ্যে একজন।


হামলার শিকার হাইউল নামের স্থানীয় এক ছাত্রনেতা জানান, মন্টু ও তার ক্যাডার বাহিনী এলকায় অনলাইন জুয়া, চাঁদাবাজিসহ মানুষকে নানা হুমকি দেয়। আমি তার এইসব কর্মকাণ্ডের ভিডিও ধারন করি। মন্টু এসব জেনে আমাদের দুই ভাইকে পদ্মডুবী বাজারে এনে ভিডিও, অডিও ডিলিট করতে বলে এগুলো ডিলিট না করলে আমাদের উপর হামলা করে রক্তাক্ত জখম করে। এবং তাদের এই ভিডিও, অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দেওয়া আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে।ৎ


এবিষয়ে অভিযুক্ত মন্টু হাওলাদারের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলে তাকে ফোনে পাওয়া যায় নাই।


বিবার্তা/মশিউর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com