
জনপ্রিয় ইসলামি আলোচক ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী আগামী ২২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছেন।
চাঁপাইনবাবগঞ্জ শহরের মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন মাঠে জাবালুন নুর ফাউন্ডেশন আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।
২৭ জানুয়ারি, সোমবার বিকেলে এক ফেসবুক লাইভে মাহফিলের বিষয়টি ঘোষণা দেন জাবালুন নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী।
জাবালুন নুর ফাউন্ডেশন সূত্রে জানা যায়, মিজানুর রহমান আজাহারীর তাফসিরুল কোরআন মাহফিল আগামী ২২ ফেব্রুয়ারি চাঁপাইনবাবগঞ্জের জেলার প্রাণকেন্দ্র মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ডের পাশের মাঠে অনুষ্ঠিত হবে। মাহফিলটি সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টার দিকে শেষ হবে। মিজানুর রহমান আজাহারী ছাড়াও অনান্য বিশিষ্ট আলেমগণ মাহফিলে আলোচনা পেশ করবেন।
বিবার্তা/লিটন/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]