
পিরোজপুরের ইন্দুরকানীরবালিপাড়া ইউনিয়নের মৃধারহাটে ঘরে ডুকে মা ও মেয়েসহ তিন জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (২২ জানুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে।
এঘটনায় দুর্বৃত্তরা চুরি করার জন্য ঘরের সিঁধকেটে ঘরে ভিতরে প্রবেশ করেন। ঘরে থাকা একটি আলমারির তালা ভাঙ্গার সময় জাহাঙ্গীরের স্ত্রী জেসমিন বেগম টের পেয়ে উঠে দেখে ঘরের ভিতরে লোকজন দেখে চিৎকার দেয়। দুর্বৃত্তরা তাদের হাতে থাকা ধরালো অস্ত্র দিয়ে জাহাঙ্গীরের স্ত্রী জেসমিন ও মাদ্রাসার পড়ুয়া ছাত্রী ইয়ানা এবং নাতী জুয়েনা কে কুপিয়ে গুরুতর জখম করেন। দুর্বৃত্তরা ঘরের প্রয়োজনীয় মালামাল নিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা এসে তাদেরকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্থানীয়রা জানায় জাহাঙ্গীর স্ত্রীর গায়ে ১০ থেকে ১৫টি কোপের চিহ্ন রয়েছে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ মোতায়ন করেছি। এবিষয়ে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/শামীম/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]