
কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে কিশলয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খাইরুন নাহার লিপি। জেলা কমিটির আহ্বায়ক এহসানুল আলম আনসারী সায়েম, সদস্য সচিব আব্দুল মমিন প্রমুখ।
ঢাকায় ২৪ তারিখের মার্চ ফর ১০ম গ্রেড মহাসমাবেশ উপলক্ষ্যে এই মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। এতে জেলার ৯টি উপজেলা থেকে শতাধিক শিক্ষক এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]