জামালপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির স্বেচ্ছাসেবক সমাবেশ অনুষ্ঠিত
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৫, ১৭:১১
জামালপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির স্বেচ্ছাসেবক সমাবেশ অনুষ্ঠিত
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির বার্ষিক স্বেচ্ছাসেবক (ভলেন্টিয়ার) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার সকালে শহরের কাজী আঁখ জামালপুর সদর কার্যালয়ে অনুষ্ঠিত সংস্থার বার্ষিক স্বেচ্ছাসেবক সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর পল্লি উন্নয়ন একাডেমির মহাপরিচালক (যুগ্ম সচিব)মোহাম্মদ আনোয়ার হোসেন।


জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক রোকন উল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।


এছাড়াও বিশেষ অতিথি হিসাবে জামালপুর সদর থানা অফিসার ইনচার্জ আবু ফয়সাল মো:আতিক, জামালপুর সদর উপজেলা সমাজ সেবা অফিসার শাহাদাৎ হোসেন, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রোজিনা রোজি, সময় টিভি অনলাইন ইনচার্জ সাইদুল মাহমুদ, শাহজামাল রহ: জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম বুলবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, মাহফুজুর রহমান জিলানী, মুফতি মোহাম্মদ ফজলুল হক জামালী ও শামসুদ্দিন,নকলা এলাকার প্রতিনিধি গোলাম সরওয়ার, নালিতা বাড়ির এলাকার ভলেন্টিয়ার প্রতিনিধি গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম, কাশেম গ্রুপের চেয়ারম্যান একেএম জাকির হোসেন, কহিনুর আলম চৌধুরী সহ অনেকেই উপস্থিত থেকে বক্তব্য রাখেন।


এসময় বক্তারা বলেন, অরাজনৈতিক সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দারিদ্র মুক্ত সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী সংস্থার প্রতিটি কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে দারিদ্র্য বিমোচনে কাজ করছে। দেশের ৩৬টি জেলায় এই কার্যক্রম রয়েছে।


বাংলাদেশে প্রতিটি এলাকায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই সমাজ সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন বলে এমন প্রত্যাশা করেন বক্তারা।


বিবার্তা/ওসমান/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com