ফরিদপুরে নিরাপদ সবজি উৎপাদনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৫, ১৬:৩০
ফরিদপুরে নিরাপদ সবজি উৎপাদনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ফরিদপুরে আরএমটিপি প্রকল্পের আওতায় ‘ইকোলজি-বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।


ফরিদপুর জেলার সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধোপাকান্দি মাঠে রবিবার (১২ জানুয়ারি) বিকেলে এই কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।


রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের উপ-প্রকল্পটি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় বাস্তবায়ন করছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।


প্রকল্পটির ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর রোকসানা পারভীনের সভাপতিত্বে নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণে অনুষ্ঠিত কৃষক মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মাসুদ রানা।


প্রকল্পটির সহকারি ভ্যালু চেইন ফেসিলিটেটর মো. সোহানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা সুরাইয়া হোসেন, সহকারি ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মো. আমিনুল ইসলাম, রাশেল আইপিএম কোম্পানির প্রতিনিধি মো. আশিকুর রহমান প্রমুখ।


এ সময় বক্তারা নিরাপদ সবজি চাষে গুরুত্ব দিয়ে বলেন, এক সময় সবজি উৎপাদনে কৃষকরা ক্ষেতে মনগড়া রাসায়নিক স্যার ও কীটনাশক ব্যবহার করতেন। যা স্বাস্থের জন্য অত্যন্ত ক্ষতিকর। জৈব সার, ফেরোমন ফাঁদ, হলুদ আঠালো কার্ড ও মালচিং পেপার সম্পর্কে জানতো না। এসডিসি ও উপজেলা কৃষি অফিস থেকে প্রশিক্ষণ ও প্রণোদনা নিয়ে অনেকেই এখন সবজি ক্ষেতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করছেন। পোকামাকড় দমনের জন্য ফেরোমন ফাঁদ, আঠালো হলুদ কার্ড ও জৈব বালাইনাশক ব্যবহার করছেন। এ পদ্ধতির মাধ্যমে সবজি উৎপাদনে খরচ কম এবং ফলন ভালো হয়। সবজির গুণগত মানও ভালো থাকে। যা স্বাস্থ্যের জন্য উপকারী। এই প্রকল্পের আওতায় বিষমুক্ত বিভিন্ন জাতের সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন অনেক কৃষক। প্রকল্পভুক্ত কৃষকদের পাশাপাশি নিরাপদ সবজি চাষে উৎসাহিত হচ্ছেন আশপাশের অসংখ্য কৃষক। মাঠ দিবসে প্রকল্পটির অন্যান্য কর্মকর্তাসহ এলাকার শতাধিক কৃষাণ-কৃষাণী উপস্থিত ছিলেন।


বিবার্তা/মিলু/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com