
নাটোরের সিংড়ায় অপহরণ করে যাওয়ার পথে জনতার হাতে ২ জন অপহরণকারী আটক হয়েছে। এসময় মাইক্রোচালক ও ভিকটিমকে উদ্ধার করে সিংড়া থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাটোর জর্জ কোটের এডভোকেট মোখলেছুর রহমান মিলন এর মুহুরী মকলেস কে নাটোর জজকোর্ট থেকে উঠিয়ে নেয় অপহরণকারীরা। নাটোর হতে জামতলা - বামিহাল সড়কের রাণীভবানী রাস্তার কোয়াখাস এলাকায় বেপরোয়া চালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা বামিহালে খবর দিলে বামিহাল এলাকার লোকজন পথরোধ করে।
এসময় জিজ্ঞাসাবাদ শুরু করলে অপহরণকারী ৪/৫ জন পালিয়ে যায়। পরে খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। তাদের কবল থেকে নাটোর জেলার মুহুরী মো: মোখলেস ও মো: জিন্নাত আলী মাইক্রো ড্রাইভারকে উদ্ধার করে।
আটক ব্যক্তিরা হলেন, পাবনা জেলার নাটিয়াবাড়ির মৃত নুরুল ইসলামের পুত্র মুক্তার হোসেন (৪৫) ও কালিয়াকৈর গাজীপুর এর হিজলতলী গ্রামের আসলাম সরকারের পুত্র রবিন হোসেন (২৫)।
সিংড়া থানার অফিসার ইনচার্জ আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে সিংড়া থানায় একটি মামলা হয়েছে। ২ জন কে আটক করে নাটোর কোর্টে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/রাজু/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]