
রাজশাহীর তানোর পৌর শহরের গোকুল মথুরা গ্রামের শতবর্ষী ঐতিহ্যবাহী খেলার মাঠটি দখলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে।
রোববার (২৫মে) বেলা ১১ টার দিকে রাজশাহী মহানগরীর একটি রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে স্থানীয় যুব সংগঠন ‘গোকুল মথুরা ফুটবল ক্লাব’, ‘স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা’ ও ‘ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ‘ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’-এর সভাপতি শামীউল আলীম শাওন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, তানোর থানার মথুরা মৌজার ৩৮ নং খতিয়ানভুক্ত (জে.এল নং ১৫৩, রেঃ সার্ভে নং ৬, দাগ নং ৯৩) মাঠটি গোকুল ও মথুরা পক্ষের ফুটবল ক্লাবের সেক্রেটারীর মালিকানাধীন। মাঠটির আয়তন ১ একর ৬ শতাংশ এবং এ মাঠে শতাধিক ঈদের জামাত, ২৫০টিরও বেশি ফুটবল টুর্নামেন্টসহ নানা ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে। শিশু-কিশোরদের খেলার অন্যতম কেন্দ্রবিন্দু এই মাঠটি একইসঙ্গে দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের খেলার একমাত্র স্থান হিসেবেও পরিচিত।
তবে স্থানীয়রা অভিযোগ করেন, গোকুল মথুরা দাখিল মাদরাসা কর্তৃপক্ষ (সুপারিনটেনডেন্ট: মাও. মো. আব্দুল হামিদ, মোবাইল: ০১৭১৪৫৪০৩১৮) গত মার্চ ২০২৪ থেকে মাঠটি দখল করে সেখানে বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। যদিও এটি ২০০০ সালের ‘খেলার মাঠ, উন্মুক্ত স্থান, উদ্যান এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন’-এর পরিপন্থী। আইন অনুযায়ী, এ ধরনের স্থানের শ্রেণি পরিবর্তন কিংবা অন্য কোনোভাবে ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, বিগত সরকার আমলে কতিপয় অসাধু কর্মকর্তার যোগসাজশে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে মাঠটিতে ভবন নির্মাণের জন্য নকশা ও অনুমোদন সংগ্রহ করা হয়, যা আইনবিরোধী। এ বিষয়ে অবিলম্বে সব অনুমোদন ও ছাড়পত্র বাতিলের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ২০২৫ তারিখে স্থানীয় শতাধিক গ্রামবাসী মাঠে মানববন্ধন করেন এবং পরদিন ১৫ এপ্রিল রাজশাহীর জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেন। পরে ২৯ এপ্রিল উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে আলোচনাও অনুষ্ঠিত হয়। তবে স্থানীয় রাজনৈতিক চাপের বিষয়টিও সেখানে উঠে আসে বলে জানানো হয়।
‘ইয়ুথ অ্যাকশন ফর সোস্যাল চেঞ্জ-ইয়্যাস’-এর সভাপতি মো. শামীউল আলীম শাওন বলেন, “একটি মাঠ শুধু খেলার স্থান নয়, এটি মানুষের আবেগ, সংস্কৃতি, স্বাস্থ্য এবং সমাজ গঠনের অংশ। তাই আমরা চাই মাঠটি সংরক্ষিত উন্মুক্ত স্থান হিসেবে সরকারি মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত হোক।”
তাদের তিন দফা দাবি হলো:
১. ঐতিহ্যবাহী খেলার মাঠ দখল করে কোনো স্থাপনা নির্মাণ অবিলম্বে বন্ধ করতে হবে।
২. আইনবিরোধীভাবে নেওয়া ভবন নির্মাণ সংক্রান্ত সব নকশা ও অনুমোদন বাতিল করতে হবে।
৩. মাঠটিকে সংরক্ষিত উন্মুক্ত স্থান হিসেবে মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করতে হবে এবং জনসাধারণের প্রবেশাধিকার নিশ্চিত রাখতে হবে।
সংগঠনগুলোর পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়। অন্যথায়, স্থানীয় জনসাধারণকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, গোকুল মথুরা ফুটবল মাঠ ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, গোকুল মথুরা ফুটবল মাঠ ক্লাবের সাবেক সম্পাদক হারুন অর রশিদ এবং ‘স্বপ্নচারী যুব উন্নয়ন সংস্থা’র সভাপতি নুরুল হোসেন রান্টু।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]