
ঈদুল আজহাকে সামনে রেখে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বাড়িয়েছে প্রবাসী বাংলাদেশিরা। চলতি মাসের (মে) প্রথম ২৪ দিনে প্রবাসীরা ২২৪ কোটি ৬০ লাখ ৭০ হাজার ডলারের রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন। প্রতি ডলার ১২২ টাকা হিসাবে যার পরিমাণ ২৭ হাজার ৪০১ কোটি টাকা।
রোববার (২৫ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১৩৭ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার।
এ ছাড়া রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৬ কোটি ৫২ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২০ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।
বিশেষায়িত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, সিটিজেন্স ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক। বিদেশি ব্যাংকের মধ্যে রয়েছে- হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
উল্লেখ্য, গত মাসে (এপ্রিল) দেশে রেমিট্যান্স এসেছিল ২৭৫ কোটি ১৯ লাখ ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এ ছাড়া জানুয়ারিতে এসেছে ২১৯ কোটি ডলার, ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার এবং মার্চে প্রবাসীরা ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে যেকোনো এক মাসের সর্বোচ্চ।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]