টাঙ্গাইলে জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক আল আমিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মুহম্মদ আজিজুল হক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, টাঙ্গাইল জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব মনিরুল ইসলাম প্রমুখ।
মতবিনিময় সভায় আহতরা ক্ষোভ প্রকাশ করে বলেন, গণঅভ্যুত্থানের আন্দোলনে অংশ নিয়ে আমরা
বিভিন্নভাবে আহত হয়েছিলাম। কিন্তু অদ্যাবধি আমরা যথাযথ সুচিকিৎসা পাচ্ছি না। এতে আমাদের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আমরা যথাযথ সুচিকিৎসার দাবি করছি।
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলের ৯ জন নিহত এবং ২০৬ জন আহত হয়।
বিবার্তা/বাবু/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]