
পিরোজপুরের নাজিরপুরে ৩ কার্টুন অবৈধ বিদেশি সিগারেটসহ এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার মালিখালী ইউনিয়নের পেনাখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. আবুল কালাম শেখ (৫২) মালিখালী ইউনিয়নের পেনাখালী গ্রামের মৃত মোতালেব শেখের পুত্র। তিনি ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
পিরোজপুর পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁন বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি সরকারি শুল্ক ও ভ্যাট ফাঁকি দিয়ে চট্রগ্রাম ও ঢাকা হতে বিদেশি ব্রান্ডের অবৈধ সিগারেট এনে পিরোজপুর, বাগেরহাট ও খুলনা এলাকায় সাপ্লাই দিয়ে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকেসহ তার মা আলেকজান বিবি-এর বসতবাড়ি পশ্চিম পার্শ্বে টিনের তৈরি ষ্টোর রুমে থেকে ৩ কার্টুন অবৈধ বিদেশি ব্রান্ডের সিগারেট জব্দ করা।
তিনি আরো জানান, এ সংক্রান্তে নাজিরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধ ব্যবসা বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/মশিউর/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]