
নারায়ণগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে যুবদল কর্মী শাওন আহম্মেদ নিহতের ঘটনায় এজাহারনামীয় আসামি ডিবির সাবেক এসআই মাহফুজুর রহমান কনককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিন এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান। তিনি বলেন, মাহফুজুর রহমান কনককে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আগামী সোমবার শুনানির দিন ধার্য করেন।
এর আগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় ডিবির সাবেক এসআই মাহফুজুর রহমান কনককে তার কর্মস্থল ঢাকার ১৩ এপিবিএন থেকে গ্রেপ্তার করে পুলিশ।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, মাহফুজুর রহমান কনক ওরফে মাহফুজুল হক যুবদল কর্মী শাওন হত্যা মামলার ১৬নং এজাহারনামীয় আসামি। আজ দুপুরে তাকে আদালতে সাত দিনের রিমান্ড আবেদনসহ পাঠানো হয়।
এর আগে ২০২৪ সালের ২১ অক্টোবর নিহত শাওনের বড় ভাই মো. মিলন মিয়া সদর থানায় বাদী হয়ে তৎকালীন জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) ও সাবেক পাঁচ সংসদ সদস্যসহ (এমপি) ৫২ জনকে আসামি করে মামলা করেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]