মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বীর মুক্তিযোদ্ধা সবুরের
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ২০:১৫
মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বীর মুক্তিযোদ্ধা সবুরের
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহান বিজয় মাস উপলক্ষ্যে নরসিংদীতে ন্যাপ কমিউনিস্ট পার্টি- ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


২৮ ডিসেম্বর শনিবার নরসিংদী প্রেস ক্লাব মিলনায়তনে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন সময়ের উত্তর দক্ষিণ পূর্ব বঙ্গের ১১ জেলার কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এস এম এ সবুর।


বীর গেরিলা মুক্তিযোদ্ধা ও জেলা গেরিলা মুক্তি বাহিনীর আহ্বায়ক আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. ফওজিয়া মোসলেম।


বিশেষ গেরিলা বাহিনীর সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা কামরুজ্জামান ননী, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা ন্যাপ কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনীর সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন শান্তি, জেলা ঐক্যন্যাপ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকার, বীর মুক্তিযোদ্ধা সুপদ সাহা, মহিলা পরিষদের আন্দোলন বিষয়ক সম্পাদক রাবেয়া খাতুন শান্তি, মুক্তিযোদ্ধা প্রজন্ম খালেদা ইয়াসমিন কনা প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে এসএমএ সবুর মুক্তিযুদ্ধের ৫৩ বছর পরও বৈষম্য দূর না হওয়ায় দুঃখপ্রকাশ করেন। বিজয়ের এ মাসে মুক্তিযুদ্ধের চৈতনায় সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।


বিবার্তা/কামাল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com