
রাজবাড়ীর কালুখালীতে চরাঞ্চলের গরীব ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ঔষধ বিতরণ করা করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (২৮ ডিসেম্বর ) দিনব্যাপী কালুখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন। এসময় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জিওসি ও যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম জানান সেনাবাহিনী প্রতি বছরের মতো এবারও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিবার্তা/মিঠুন/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]