
সাভারের মহাসড়কগুলো দিনে নিরাপদ ও শান্ত থাকলেও রাতে হয়ে উঠেছে ভয়ংকর। অপরাধ শনাক্ত ও নিয়ন্ত্রণে ১২১টি স্থানে ক্লোজ সার্কিট সার্কিট (সিসি টিভি) ক্যামেরা বসালেও যেগুলোর অধিকাংশই এখন বিকল। সে সুযোগে মহাসড়কে বেড়েছে দুষ্কৃতকারীদের অপরাধমূলক কর্মকাণ্ড। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন যানবাহন চালক, যাত্রীসহ সর্বসাধারণ।
জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে দুর্বৃত্তরা সিসিটিভি ক্যামেরাগুলো ভেঙে নষ্ট ও বিকল করে দেয়। এরপর থেকেই বিকল হয়ে আছে গুরুত্বপূর্ণ এই মহাসড়কের উপর বসানো ক্লোজ সার্কিট ক্যামেরাগুলো। ক্লোজ সার্কিট ক্যাম্পগুলো মহাসড়কের নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালন করলেও এখন মহাসড়ক অনেকটাই অরক্ষিত, সে সুযোগে অরক্ষিত মহাসড়কে বেড়েছে অপরাধমূলক কর্মকাণ্ড।
ভুক্তভোগী ও ভোগান্তির শিকার একাধিক ব্যক্তি জানান, গত তিন মাসে সাভারে মহাসড়ক থেকে গরু বোঝাই ট্রাক লুট, তেল বোঝাই ট্রাক লুট, ছিনতাই সহ অন্তত ৩০ টি অপরাধ সংগঠিত হয়েছে।
মহাসড়ক নিরাপদ রাখতে সিসিটিভি ক্যামেরা বসানোর দাবি জানান সচেতন মহল।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির জানানা, ছাত্র-জনতার আন্দোলনে দুর্বৃত্তরা মহাসড়কের সিসিটিভি ক্যামেরাগুলো বিকল নষ্ট করে ফেলেছে, বিকল করে দিয়েছে মনিটরিং রুম। মহাসড়কে অপরাধ নিয়ন্ত্রণ ও জনভোগান্তি লাগবে শীঘ্রই সাভারের মহাসড়কগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে।
বিবার্তা/বাসার/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]