
ঢাকার ধামরাইয়ে অবৈধ ভাবে বংশী নদীর পাড়ের মাটি কেটে বিক্রি করছে অসাধু ব্যক্তিরা। প্রতিদিন প্রশাসনের চোখ ফাকি দিয়ে নদীর পাড়ের মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে অসাধু ব্যক্তিরা। অবৈধ ভাবে মাটি কাটার কারণে নদী পাড়ের বাড়ি ঘর বর্ষা মৌসুমে বিলিন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, কয়েকজন ব্যক্তি বংশী নদীর ধামরাইর ছয়বাড়িয়া এলাকায় মাটি কাটা শ্রমিকদের দিয়ে নদী পাড়ের মাটি কেটে ট্রলারে করে বিক্রি করে দিচ্ছে ইট ভাটায়। প্রতিদিন তারা সেখান থেকে মাটি কেটে বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
এছাড়াও ধামরাইর বিভিন্ন নদী থেকে ড্রেজার দিয়ে বালু তুলে বিক্রি করছে এক শ্রেণীর মানুষজন। যার ফলে নদী হারাচ্ছে তার নাব্যতা। উপজেলা প্রশাসন দ্রুত নদী পাড়ের মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধ করবে এমনটাই আশা করেন ধামরাই বাসী।
বিবার্তা/সাভার/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]