
টাঙ্গাইলের ঠুঙ্গা জয়নালের মামলার প্রতিবাদে মানববন্ধন ও পথসভা করেছে হরিজন সম্প্রদায়। ২৭ ডিসেম্বর, শুক্রবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব চত্বরে টাঙ্গাইল জেলা হরিজন জনগোষ্ঠী মানববন্ধন ও পথসভার আয়োজন করে।
পথসভায় বক্তব্য রাখেন চার সম্প্রদায়ের সমাধিস্থলের সভাপতি মামলার আসামি প্রদীপ পরিজন,গৌতম হরিজন, হিন্দু যুব মহাজোটের যুগ্ম আহ্বায়ক গৌতম কর্মকার, বাবু হরিজন ও মিলন হরিজন, বিজয় ডোম প্রমুখ।
বক্তাদের অভিযোগ, দুই সদস্যের নামে মামলা দায়েরের পর থেকে ফোনে নাম বাদ দেয়ার জন্য টাকা দাবি করাসহ বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। আমরা দিনমজুর। কোন দল করি না, কোন দলেও আমাদের নাম নেই, এরপরও আমাদের কেন মামলা দিয়ে হয়রানি করা হবে। হয়রানিমূলক মামলা থেকে তাদের নির্দোষ দুই হরিজন সদস্যের নাম বাদ দেয়ার দাবি জানানো হয়েছে। এ দাবিতে আগামী রবিবার জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি দেয়ার কোথাও জানান তারা।
সম্প্রতি দেলদুযার থানায় প্রদীপ ও গৌতম হরিজন নামের সম্প্রদায়ের দু্ই সদস্যের নামে রাজনৈতিক মামলা দায়ের করেন ঠুন্ডা জয়নাল নামের এক ব্যক্তি।
মামলার আসামি প্রদীপ পরিজন মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঝাড়ুদার ও গৌতম পরিজন দেলদুয়ার ভূমি অফিসে ঝাড়ুদার হিসেবে কর্মরত।
এর আগে কালিহাতী থানায়ও তিন হরিজন সদস্যের নামে মামলা দায়ের হয়েছে।
বিবার্তা/ইমরুল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]