শিবপুরে পোড়া মবিল মোড়কজাত করে বিক্রি, আটক ১
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৯:১৪
শিবপুরে পোড়া মবিল মোড়কজাত করে বিক্রি, আটক ১
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর গ্রামে অবৈধ মবিল তৈরির কারখানায় অভিযান চালিয়ে জিয়াউর রহমান একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় বিপুল পরিমাণ মবিল ও মোড়কজাত করার সরঞ্জাম জব্দ করা হয়।


গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে সৈয়দনগর গ্রামের প্রবাসী আমজাদ হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ মবিল তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।


আটককৃত জিয়াউর রহমান প্রবাসী আমজাদ হোসেনের বাড়িতে ভাড়াটিয়া এবং চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছোট হাতিয়ার কালামিয়া পাড়ার মৃত কবির আহমেদের ছেলে।


পুলিশ জানায়, জিয়াউর রহমান প্রবাসী আমজাদ হোসেনের বাড়িটি ভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস করতো। লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন ধরে সে বাড়ির দুইটি কক্ষে বিপুল পরিমাণ নিম্নমানের পোড়া মবিল মজুদ করে অবৈধভাবে মোড়কজাত করে দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে তা বাজারজাত করতো।


এসব নিম্নমানের মবিল মোটরসাইকেল এবং বিভিন্ন যানবাহনে ব্যবহার করে প্রতারিত হতো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মবিল, খালি কৌটা ও মোড়কজাত করা বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং এসবে জড়িত থাকার দায়ে জিয়াউর রহমানকে আটক করা হয়।


বিবার্তা/কামাল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com