
মোংলায় কমিউনিটি ডেভেলপমেন্ট কোডেকের প্রজেক্ট বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১ টায় মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সংস্থাটির স্বপ্নের ঠিকানা প্রকল্পের এরিয়া কো অর্ডিনেটর সুরেশ রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন।
সভায় জানানো হয়, বেসরকারি ওই সেবাদানকারী প্রতিষ্ঠান কর্তৃক মোংলা উপজেলায় ২টি ব্রিজ স্কুল পরিচালনা করা হয়। ওই স্কুল গুলোতে প্রত্যন্ত এলাকার গরিব-অসহায় ১২০ জন ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থী এখন মানসম্মত শিক্ষা গ্রহণ করছেন। সাথে সাথে নানা ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে সাহায্য করা হয় শিক্ষার্থীদের ।
২০২৩ সালে শুরু হওয়া ওই প্রকল্প প্রথম পর্যায়ে ২০২৫ সাল পর্যন্ত পরিচালনা করার বিদেশি সহযোগিতা পেয়েছেন বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, একাডেমি সুপারভাইজার শ্যামা প্রসাদ মন্ডল, কোডেক এর মনিটরিং অফিসার শাহী আলম, কোডেকের সুপারভাইজার এস এম মিরাজুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষকসহ ছাত্র-ছাত্রীবৃন্দ।
বিবার্তা /রানা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]