পাহাড় ও বৃক্ষ নিধন
লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১৬ লাখ টাকা জরিমানা
প্রকাশ : ০৭ মে ২০২৫, ২১:৫৭
লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ১৬ লাখ টাকা জরিমানা
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার লামা উপজেলায় 'লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড' নামক একটি কোম্পানিকে ১৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। পাহাড় ও গাছ কেটে পরিবেশ দূষণের কারণে এ জরিমানা নির্ধারণ করা হয়।


মঙ্গলবার (৬ মে) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন, পরিবেশ অধিদপ্তরের বান্দরবান কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম। তিনি জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত- ২০১০) এর ধারা- ৭ এর আলোকে 'লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড' নামক ওই কোম্পানীকে ১৬ লাখ টাকা ক্ষতিপূরণ ধার্য করা হয়। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় পরিবেশ অধিদপ্তর কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


জানা যায়, উপজেলার সরই ইউনিয়নের আন্ধারী খালের উৎপত্তিস্থলে পাহাড় আর গাছ কেটে রাবার ফ্যাক্টরি নির্মাণের কাজ শুরু করে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এতে একমাত্র পানির উৎস আন্ধারী খালের পানি ফ্যাক্টরির বর্জ্যে দূষিত হয়ে হয়ে বিশুদ্ধ পানি সংকট, ১২০ একর ফসলি জমি অনাবাদি সহ জীববৈচিত্র হুমকির সম্মুখীন. এমন সংবাদ বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় ব্যাপক প্রচারের পর বিষয়টি নজরে আসে পরিবেশ অধিদপ্তরের।


এ বিষয়ে লামা রাবার ইন্ড্রাস্ট্রিজের পরিচালক মো. কামাল উদ্দিন বলেন, আমরা ফ্যাক্টরি স্থাপনের জন্য সবেমাত্র স্থান নির্ধারণ করেছি, সেখানে পাহাড় ও গাছ কাটা হয়নি। এরপরও পরিবেশ অধিদপ্তরের জরিমানা নির্ধারণের ঘটনায় আমরা মর্মাহত। দ্রুত এ রাযের বিরুদ্ধে আপিল করা হবে।


বিবার্তা/আরমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com