দৌলতপুরে ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ৬
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ২১:৫১
দৌলতপুরে ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষ, আহত ৬
আহত বুলবুল
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুরে ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছে। আহতরা কুষ্টিয়া ও স্থানীয়ভাবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


২৩ ডিসেম্বর, সোমবার বিকেলে দৌলতপুর থানা বাজারে দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংঘর্ষের এ ঘটনা ঘটে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা চলছিল। দর্শক সারিতে বসে খেলা দেখছিলেন শিতলাইপাড়া গ্রামের বুলবুল নামে একজন দর্শক। কুল আলম নামে একজন দর্শক সামনে দাঁড়ালে তাকে সামনে থেকে সরে যেতে বলে বুলবুল। এ নিয়ে দু’জনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ও খেলা আয়োজক কমিটির লোকজন পরিস্থিতি স্বাভাবিক করে।


সংঘর্ষে বুলবুল, আবুল বাসার, রকিবুল, আব্দুল হামিদ, একছেদ আলী ও মুকাব্বার আহত হয়। আহতদের মধ্যে বুলবুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।


দৌলতপুর থানার ওসি (তদন্ত) তারেক সংঘর্ষের ঘটনাটি নিশ্চিত করেছেন।


বিবার্তা/শরীফুল/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com