
তীব্র শীত না থাকলেও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। বেলা বাড়লেও কমেনি ঘন কুয়াশা। এতে কমে এসেছে দৃষ্টিসীমা। এ কারণে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হচ্ছে সড়ক-মহাসড়কে চলাচল করা যানবাহনগুলোকে। হেড লাইট জ্বালিয়ে ও নিয়ন্ত্রিত গতিসীমা বজায় রেখে চলাচল করতে হচ্ছে।
ঘন কুয়াশা ও শীতে এ জেলার রাস্তায় ও বাজারে সাধারণ মানুষের চলাচল একেবারেই কম লক্ষ করা গেছে। বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষ। কুয়াশায় ছিন্নমূল মানুষের জীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে।
আবদুল্লা আল মামুন নামে এক সরকারি চাকুরিজীবী বলেন, বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। কুয়াশার তীব্রতা এত বেশি যে ৫০ ফিট সামনে কিছুই দেখা যাচ্ছে না। খুব আস্তে-ধীরে বাইক চালিয়ে অফিসে আসলাম।
বাস চালক রাজিব সরকার বলেন, অতিমাত্রায় কুয়াশা পড়ছে। গাড়ি চালানো কষ্টকর হয়ে যাচ্ছে। যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এজন্য একদম স্বল্প গতিতে গাড়ি চালাচ্ছি।
ট্রাক চালক জয়নাল বলেন, ঘন কুয়াশার কারণে ৫৭০/৮০ ফিটের পরে কিছুই দেখা যাচ্ছে না। মনে হচ্ছে কুয়াশা নয় বৃষ্টি হচ্ছে।
২২ ডিসেম্বর, রোববার চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সকাল ৬ টায় ও ৯ টায় জেলার তাপমাত্রা রেকর্ড করেছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৮ ও ৯৭ শতাংশ।
বিবার্তা/আসিম/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]