ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ১৫ নারী-শিশু
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৪, ১৫:১৩
ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরল ১৫ নারী-শিশু
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভালো কাজের প্রলোভনে পড়ে ভারতে পাচারের শিকার বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর বাংলাদেশি ১৫ নারী ও শিশু বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল বন্দরে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয় ভারতীয় পুলিশ।


২০ ডিসেম্বর, শুক্রবার রাত ১০ টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ পাচার হওয়া বাংলাদেশিদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।


সংশ্লিষ্টরা জানান, ফেরত আসা নারীরা বাড়ি যশোর, সাতক্ষীরা, খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা। আইনি সহায়তা দিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও তাদের দায়িত্ব নিয়েছে। দেশের বিভিন্ন সীমান্ত পথে তারা ভারতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক হয়েছিল।


জাস্টিজ অ্যান্ড কেয়ার যশোরের সিনিয়র প্রোগ্রাম অফিসার আব্দুল মুহিত জানান, ভালো কাজের প্রলোভনে দেশের বিভিন্ন সীমান্ত পথে দালালের মাধ্যমে তারা ভারতে যান। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। পরে আইনি সহায়তা দিতে ভারতীয় একটি মানবাধিকার সংস্থা তাদের আদালত থেকে ছাড়িয়ে হেফাজতে নেয়। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দুই দেশের সরকারের সহযোগিতায় বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়। ফেরত আসা বাংলাদেশিরা যদি পাচারকারীদের শনাক্ত করে আইনি সহায়তা চায়, তাহলে দেয়া হবে বলেও জানান এই কর্মকর্তা।


বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক ইব্রাহিম আহমেদ জানান, বিভিন্ন সময় পাচারের শিকার হয়ে এরা ভারতের মুম্বাই যায়। অবৈধভাবে বসবাসের অভিযোগে সেখানকার পুলিশ তাদের আটক করে জেল হাজতে পাঠায়। আদালত তাদের এক থেকে দুই বছরের সাজা দেয়। সাজা শেষে এদিন রাতে তারা দেশে ফিরেছে।


তিনি আরো জানান, ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় তাদের সোপর্দ করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার এবং রাইটস যশোর তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com